রাকিব সিকদার নয়ন:
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়া পরিবেশ সহযোগী কর্মসূচী বিষয়ক সম্মেলন ‘ – বাংলাদেশের পক্ষে ভাইস চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন।
বুধবার সাকেপের ১৪ তম গভর্নিং বডির সভায় আফগানিস্তানের শাহ- জামান মাইওয়ানদি চেয়ারম্যান নির্বাচিত হন। সম্মেলনে এই উপমন্ত্রী তার বক্তাব্যে বলেন, দক্ষিন এশিয়ার অন্যান্য ভৌগলিক ও সমৃদ্ধ জীববৈচিত্র রয়েছে। আমাদের প্রাকৃতিক সম্পদ অধিকার ও সংরক্ষন করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে।
আমি বিশ্বাস করি জীববৈচিত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে সদস্য দেশের মধ্যে ব্যপক অংশগ্রহন-তথ্য আদান প্রদানের আন্ঞ্চলিক ক্লিয়ারিং হাউস ম্যকানিজম প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। উপমন্ত্রী বলেন, পবিবেশ ও বন মন্ত্রনালয়ের অধিনে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ ক্লিয়ারিং হাউস ম্যাকনিজমের জন্য ইতিমধ্যে একটি ওয়েবভিত্তিক প্লাটফর্ম তৈরি করা হয়েছে, শিঘ্রই এটা উদ্ভোধন করা হবে।