পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (বি আই ই এ) বরিশাল জোনের পটুয়াখালী জেলার আওতাধীন আহ্বায়ক কমিটি কতৃক অনুমোদিত গলাচিপা উপজেলার চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব কাওছার হোসেন এবং বরিশাল জোন সমন্বয়ক ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেদওয়ান আসিফ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে নব নির্বাচিত সভাপতি ইমরান হোসেন; সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি -০১, আকাশ হাওলাদার; সহ-সভাপতি-২, মেহেদী হাসান; সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম (খান রুবেল); যুগ্ন সাধারণ সম্পাদক -১, সজিব মাহমুদ; যুগ্ন সাধারণ সম্পাদক-২, কামরুজ্জামান।
এছাড়াও নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত ইসলাম; অর্থ সম্পাদক হিসাবে শাকিল হাওলাদার; প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস বিশ্বাস; ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল আমিন মৃধা; দপ্তর সম্পাদক আরিফুর রহমান; সহ-দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান; বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রাব্বি; শিক্ষা গবেষণা ও ট্রেনিং বিষয়ক সম্পাদক মোঃ আদনান মাহমুদ; ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত হোসেন; স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধরা ইসলাম; এবং মহিলা বিষয়ক সম্পাদক জামিলা আক্তার মিম।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শিহাবুল ইসলাম এবং হাসান আল মামুন।
কমিটি ঘোষণা করে পরিচালনা কমিটির উপদেষ্টাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তারা গলাচিপা উপজেলা কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন (বি আই ই এ) বরিশাল জোনের পটুয়াখালী জেলার আওতাধীন কতৃক গলাচিপা উপজেলার সকল ইঞ্জিনিয়ারদের সাফল্য কামনা করেন।
