দেশের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান হয়েছেন মেয়র সদিক আব্দুল্লাহ। বুধবার রাতে মেয়র সাদিক আব্দুল্লাহ শব্দাবলীর উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান পদ গ্রহন করতে সম্মতি দিয়েছেন। শব্দাবলী গ্রুপ থিয়েটারের গত ২৩ জানুয়ারী অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় মেয়র সাদিক আব্দুল্লাহকে শব্দাবলীর সম্মানÑসূচক উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বুধবার রাতে শব্দাবলীর কার্যকরী পরিষদ মেয়র সাদিক আব্দুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তাঁকে শব্দাবলীর উক্ত পদে নির্বাচিত করার বিষয়টি অবহিত করা হলে তিনি তা গ্রহনে সদয়-সম্মতি জ্ঞাপন করেন । উল্লেখ্য, মেয়র সাদিক আব্দুল্লাহর প্রয়াত মা বিশিষ্ঠ সংস্কৃতি অনুরাগী সাহান আরা বেগম শব্দাবলী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন।
