আজ ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংসঠন। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বরিশাল বিভাগীয় প্রশাসন, পরে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ বরিশাল মহানগর আওয়ামীলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ, বরিশাল মেট্টোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ ডিআইজি, বরিশাল জেলা প্রশাসন পরে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
