বরেণ্য শিক্ষাবিদ ও সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (০১ মার্চ) দিবাগত রাত সোয়া দশটায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি নিশ্চত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বেশ কিছুদিন ধরে বাধ্যক্যজনিত কারনে অসুস্থ ছিলেন তিনি।
সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম বলেন, দক্ষিণাঞ্চলে শিক্ষা বিস্তারে প্রফেসর মোঃ হানিফ নামটি শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। শুধু শিক্ষা নয়, সামাজিক, সাংস্কৃতিক দিকেও তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ পর্যন্ত হানিফ স্যার ব্রজমোহন কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময়ে কলেজের উন্নয়নে ভূয়সী ভূমিকা রাখেন। তিনি বিএম কলেজের উন্নয়নের রূপকার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বলেন, প্রফেসর মোঃ হানিফ স্যারের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় স্যারের ভূমিকা ছিল অগ্রগন্য।
সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার বলেন, স্যার বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তিনি তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে রয়ে যাবেন। জীবদ্দশায় তিনি প্রত্যেকটি কাজে ছিলেন অনুকরণীয়। তার আদর্শ আমাদের পথ দেখাবে।
প্রসঙ্গত, বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান ছিল প্রফেসর মোঃ হানিফের। এছাড়াও তিনি যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, সরকারি ব্রজমোহন কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, গ্লোবাল ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি।
বরন্যে এই শিক্ষাবিদের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক অধ্যক্ষ প্রফেসর জিয়াউল হক। শোক জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ আ্যাসোসিয়েশন, সাংস্কৃতিক সংগঠন উত্তরণসহ সামাজিক, সাংস্কৃতি ও স্বেচ্ছাসেবী সংগঠন।
