33 C
Dhaka
মে ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে বরিশালে ১১৫ জনকে আর্থিক সহায়তা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশালে ১১৫ জন অসহায়কে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু অডিটোরিয়াম প্রাঙ্গণে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে আর্থিক সহায়তার চেক অসহায়-দুস্থদের হাতে তুলে দেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক।

সিটি করপোরেশনের হিসাব শাখা সূত্রে জানা গেছে, ১১৫ জনকে মোট ২৬ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। বেশিরভাগ অসহায়কে চিকিৎসা সহায়তার জন্য অনুদান দেওয়া হয়েছে, এছাড়া শিক্ষা খাত ও স্বাবলম্বী হওয়ার জন্যও সহায়তা দেওয়া হয়েছে।

চেক বিতরণ শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দেয়ালে চিত্রাঙ্কন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তার সহধর্মিণী লিপি আব্দুল্লাহ ও ছোট ছেলেসহ কাউন্সিলরবৃন্দ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল চারুকলায় আয়োজিত এ চিত্রাঙ্কন কর্মসূচিতে শিশু থেকে কিশোর বয়সী ছেলে-মেয়েরা অংশ নেয়।

চিত্রাঙ্কন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে মেয়র বলেন, বাংলার স্বাধীনতার ইতিহাস যেন আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

আমরা বঙ্গবন্ধু’র আদর্শের কথা মুখে মুখে না বলে যেন বুকে ধারণ করি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। বেঁচে থাকেলে যে সোনার বাংলা আমরাও দেখে যাব, আর না পারলে আগামীর প্রজন্ম সেই সোনার বাংলা পাবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু অডিটোরিয়ামটি এখনো আমরা বুঝে পাইনি, কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ অডিটোরিয়ামটির নীচতলার দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে স্মরণীয় করা হলো। আমার আমলে তো শিশু-কিশোরদের হাতে আঁকা চিত্রগুলো দেয়ালে সঠিকভাবে রাখার ব্যবস্থা তো করা হবেই, প্রয়োজনে আইন করে চিত্রগুলোকে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হবে। যাতে আজকের শিশুরা বড় হয়ে এখানে এসে আজকের দিনের সেই স্মৃতিচারণ করতে পারে।

দেয়ালে চিত্রাঙ্কন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশ-কিশোররা জানান, বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তারা সেই ৬ দফা থেকে দেশ স্বাধীনের ইতিহাস পর্যায়ক্রমে তুলে ধরেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, গাজী নঈমুল হোসেন লিটু, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলামসহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official