দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সবসময় নানা বিষয় নিয়ে বৈঠক করতে হয় তাকে। ব্যস্ততার কারণে দম ফেলানোর একদমই ফুরসত হয় না। সবসময় কাজের মধ্যে ডুবে থাকলেও একটু সময় পেলেই তিনি চলে যেতে চান অন্য ভুবনে। ফেসবুকের কল্যাণে সোফায় বসে একটি শিশুর সঙ্গে তার প্রাণখুলে গল্প করার ছবি বলে দিচ্ছে তার কোমল আচরণের কথা। বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে শিশুটির সঙ্গে প্রাণখুলে গল্প করতে দেখা যায় মন্ত্রীকে। অনেকেরই প্রশ্ন- কে এই শিশু? যার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে খুনসুটিতে মত্ত এত ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী?
জানা গেল মন্ত্রীর সঙ্গে আড্ডায় মেতে ওঠা শিশুটির নাম মো. সাইফ শরীফ। সাইফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর ছোট ছেলে।
ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লেখেন ‘মতবিনিময়- ভবিষ্যতে দেশ পরিচালনার টিপস্ নিচ্ছে’!
ছবিতে দুজনকেই মাস্ক পড়ে ইশারায় কিছু একটা বোঝাতে দেখা গেছে। একসময় শিশুটি সোফা থেকে উঠে মন্ত্রীর সঙ্গে হাত মেলাতে দেখা গেছে। দুজনের মধ্যে ফল জাতীয় কিছু খাবার বিনিময় করতেও দেখা গেছে। আরেকটি ছবিতে দেখা যায়, মন্ত্রী কিছু বলছেন আর খুব মনোযোগ দিয়ে তা শুনছে ছোট্ট সাইফ।
সোমবার ফেসবুকে এই ছবি পোস্ট করেন শরীফ মাহমুদ অপু। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘সকালে তিনি মন্ত্রীর বাসভবনে দুই ছেলে সারীম শরীফ ও সাইফ শরীফকে নিয়ে গিয়েছিলেন। মন্ত্রী মহোদয় ছোট ছেলেকে খুব আদর করেন। সেও (সাইফ শরীফ) মন্ত্রীর সঙ্গে আড্ডা দিতে পছন্দ করে। শখের বসেই দুজনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পরার পর অনেকেই বাহবা দিচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামালের দীর্ঘ সাফল্যযাত্রা রয়েছে। আচরণে বিনয়ী অথচ কর্তব্য-কর্মে কঠোর এই মন্ত্রীকে গতবছর মন্ত্রী বান্দরবনের থানচি থানার নবনির্মিত ভবন উদ্বোধনে গিয়ে মারমা শিশুকে কোলে নিয়ে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে। সেই ছবিটিও ভাইরাল হয়েছিল।
এদিকে অপুর ফেসবুক পোস্টে মহিবুল্লাহ মুহিব নামের একজন কমেন্টসে লিখেছেন, ‘নিচ্ছে নাকি দিচ্ছে? ছবি দেখেতো মনে হয় মন্ত্রী মহোদয় স্রোতা…!’
মোহাম্মদ সৈকত সরকার লিখেছেন, ‘বতর্মান কর্ণধার। ভবিষ্যতের কর্ণধার।’
আইয়ুব সরকার লিখেছেন, ‘আই হোপ ওয়ান ডে হি উইল সাকসেস, ইনশাআল্লাহ’
নাজমুল হাসান লিখেছেন, স্যার আমার তো মনে হচ্ছে উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রী মহোদয়কে প্রয়োজনীয় টিপস দিচ্ছে……
