সোমবার , ৩ মে ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশাল অনলাইন প্রেসক্লাবের বিবৃতি

প্রতিবেদক
banglarmukh official
মে ৩, ২০২১ ১০:২২ অপরাহ্ণ

সাংবাদিকদের জন্য বিশেষ একটি দিন আজ। জাতিসংঘ ঘোষিত ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’, বাংলায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৯১ সালে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ২৬তম সাধারণ অধিবেশনে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় একটি দিবস পালনের সুপারিশ করা হয়।

দুই বছর বাদে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় আজকের দিন, অর্থাৎ ৩ মে তারিখটিকে মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকরা এ দিবসটি পালন করে আসছেন।

দিনটি উপলক্ষে বিবৃতি দিয়েছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার।

বরিশাল অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে সংগঠনের সকল সদস্যগণ সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ করেন।

পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সর্বশেষ - অপরাধ