শনিবার , ২২ মে ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

আগামীকাল অফিস টার্গেট নিয়ে কর্মজীবী মানুষের চাপ

প্রতিবেদক
banglarmukh official
মে ২২, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শিমুলিয়া হয়ে ঈদ শেষে নবম দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার (২৩ মে) অফিস টার্গেট নিয়ে ঈদ কাটিয়ে অনেকেই পদ্মা পার হচ্ছেন। লকডাউনের কারণেই গ্রামে গিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন অনেকেই।

শনিবার (২২ মে) সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ায় এ চিত্র দেখা গেছে। তবে বিগত দিনের তুলনায় মানুষের চাপ অপেক্ষাকৃত কম ছিল। গণপরিবহন বন্ধ থাকায় পদ্মা পাড়ি দিয়ে যাত্রীদের শিমুলিয়া এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্য পৌঁছাতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরে ১৮ ফেরির মধ্যে এখন সচল রয়েছে ১৭ টি। ট্রলারে করেও বহু মানুষ পদ্মা পার হচ্ছেন। তবে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রয়েছে।

করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গায়ের সঙ্গে গা লাগিয়ে ফেরিতে পার হতে দেখা গেছে। প্রচণ্ড গরমে অসহনীয় পরিবেশে চলাচল করছে হাজার হাজার মানুষ।

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ফেরিগুলো ২০১ টি ট্রিপ দিয়েছে। এর মধ্যে শিমুলিয়া থেকে ফেরি ছেড়ে গেছে ১০২ বার। বাকি ৯৯ বার ছেড়েছে বাংলাবাজার থেকে। এটি স্বাভাবিকের চেয়ে অর্ধশতাধিক বেশি ট্রিপ দিয়েছে দ্রুত যাত্রী পার করার জন্য। প্রায় ৪২৭৯ যান পারাপারে ৩৩ লাখ ৮২ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ