সৌদি আরবস্থ কিং সালমান কিউ মেটেরিয়েল এইড এন্ড রিলিপ সেন্টারের উদ্যোগে বাংলাদেশের এফডিএমএন’স ও দরিদ্র জনগোষ্ঠির ৮০ হাজার পরিবারের মধ্য বুড়িচং উপজেলায় ১ হাজার খাদ্য সামগ্রীর ঝুড়ি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপু’র পিতা বিশিষ্ট সমাজ সেবক বুড়িচং সদরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর তত্বাবধনে ও তাদের উপস্থিতিতে শনিবার (২৯ মে ২০২১) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর উচ্চ মাঠে ৩শত ও হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন এলাকার ৭শত দরিদ্র জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী ঝুড়ি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আলমগীর হোসেন,বুড়িচং সদর পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ,ইউপি সদস্য জামাল উদ্দিন,বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতি জিএম জাকারিয়া, যুবদলের সাধারণ সম্পাদব আবু নাছের মুন্সী,আওয়ামীলীগ নেতা মমতাজ উদ্দিন,যুবলীগের নেতা জহিরুল ইসলাম,।

হরিপুর বিদ্যালয়ের মাঠে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আবু তাহের, স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার,প্রভাষক মনিরুল ইসলাম,ডা: দেলোয়ার হোসেন রতন, ইকবাল হোসেন মাস্টার,মোঃ হাসান মাস্টার,যুবলীগের নেতা বেল্লাল উদ্দিন মিঠুপ্রমূখ।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফ মাহমুদ অপু’র জানান,১ হাজার কার্টুন ঝুড়ি খাদ্য সামগ্রী এলাকার গরীব ও অসহায় মানুষের বিতরণ করা হয়। এতে সৌদি আরব সরকারের দেয়া উপহারের মধ্যে ডাল ৭ কেজি, চাউল ১০ কেজি, চিনি ৩ কেজি, তৈল ৩ কেজি ও ১ কেজি লবন সহ মোট ২৪ কেজি ঝুড়িতে রয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুড়িচং দরবার শরিফের পীর সাহেব মোঃ আব্দুর জব্বার।
