বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে শেষ হলো বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
banglarmukh official
জুন ১৭, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ

বিভাগীয় পর্যায়ে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বুধবার দুপুর ১টা বাজে শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ।

 

ফাইনালে বালিকা শাখায় বরিশাল জেলা বনাম বরগুনা জেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে বরগুনা জেলা ৩-২ গোলে চ্যাম্পিয়ন হয়। পরে একইস্থানে বিকেল ৪টার দিকে বালক শাখায় বরিশাল জেলা বনাম ভোলা জেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা ১-০ গোলে ভোলা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক।অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন মোঃ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, মোঃ সোহেল মারুফ, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য