পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ২০০ ফুট দুরত্বে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্যাসভর্তি একটি ট্রাক ও মোটরসাইকেল রুপাতলী থেকে নথুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আমতলার মোড়ে ট্রাকটি মোড় ঘোরার প্রাক্কালে মোটরসাইকেলটি ধাক্কা গেলে পড়ে যায়। এবং মোটরসাইকেলের ২ আরোহী একপর্যায়ে ট্রাকের নিচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করলেও নিহত যুবকদ্বয়ের পরিচয় জানাতে পারেননি।’