বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে বরিশালে চোখে-মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বরিশালের সর্বস্তরের জনতার ব্যানারে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল আইএইচটি শিক্ষার্থী অনামিকা নূর মিতুর সভাপতিত্বে মৌন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিক্ষার্থী মো. রাহাত, মো. রাজ, মো. নাঈম, মো. স্বাধীন, মিথিলা জান্নাত প্রমুখ।
মানববন্ধনে চোখে-মুখে কালো কাপড় বেঁধে ও বিভিন্ন ঘটনার চিত্র লেখা প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। দ্রুত সময়ের মধ্যে এই দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।