সোমবার , ১২ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা নিয়ে কর্মহীনদের দরজায় মেয়র সাদিক

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১২, ২০২১ ১১:২৫ অপরাহ্ণ

মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে লকডাউন চলছে। বরিশালে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে ঘড়ে থাকতে বাধ্য হয়েছে। খেটে খাওয়া মানুষের মধ্যে হাহাকার শুরু হতে চলেছে। বিত্তবানরা নিজেকে নিরাপদে রাখতে ঘড় থেকে বের হচ্ছেনা।

 

অনেকে ১/২ হাজার টাকার খাবার ও মাস্ক বিতরন করে সেলফি তুলে ফেজবুকে আর চুংগায় ফু দিয়ে মিডিয়া কাভারেজ নিয়ে অনেক বড় জনদরদী সেজে কর্তব্য শেষ করে ঘড়ে উঠেছেন। কিন্তু এই কর্মহীন পরিবার গুলোর পাশে দাড়াতে কাউকেই খুজে পাওয়া যায়নি ।

 

ঠিক সেই মুহুর্তে নগরীর ৩০ টি ওয়ার্ডে কর্মহীন মানুষের পাশে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবে খাদ্য সামগ্রী নিয়ে গভীর রাতে সাধারণ মানুষের দরজায় বিসিসির জনপ্রিয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র তার কাউন্সিলর এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল ,ডালসহ বিভিন্ন প্রকারের খাবার সামগ্রী বস্তা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌছে দিচ্ছেন।

আজ প্রথম দিনে নগরীর ১০ ও ১১ নং ওয়ার্ডের চাঁদমারী বঙ্গবন্ধু কলোনী, ত্রিশগোডাউন, কেডিসি নামার চর, ভাটার খাল ,রাজ্জাক স্মৃতি কলোনীসহ বেশ কিছু স্থানে প্রতিটি ঘরের দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয় নেতাকর্মীরা।

জানাযায়, প্রায় ২০ হাজার পরিবারের মাঝে ইতি মধ্যে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে । পরবর্তীতে পর্যাক্রমে ৩০টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ উপহার পৌছে দেয়া হবে। তবে যথা সময়ে খাবার পৌছানো শুরু করায় নগর বাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - বরিশাল