বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

অভিযোগ ও তথ্যবক্স স্থাপন, কুরবানীর পশুর হাট পরিদর্শন।

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৫, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ

১৫ জুলাই ২০২১ খ্রিঃ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব রুনা লায়লা এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজারে অভিযোগ ও তথ্যবক্স স্থাপন করেন এবং সংশ্লিষ্ট থানাধীন মোহনগঞ্জ বাজার সহ বিভিন্ন স্পটের পশুর হাট পরিদর্শন করেন।

এ-সময় তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোন অভিযোগ অনুযোগ নজরে এনে সঠিক সেবা পেতে এই অভিযোগ ও তথ্যবক্সে এর ব্যবহার করতে স্থানীয় জনগণদের অনুরোধ জানান এবং কুরবানী পশু হাঁটের সংশ্লিষ্ট ইজারাদার ও ব্যবসায়ীদের শারীরিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা বিধি তথা শৃঙ্খলা বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য মতবিনিময় করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি জনাব কমলেশ হালদার সহ অন্যান্য অফিসারবৃন্দ।

প্রকাশ থাকে যে, বিভিন্ন অভিযোগ অনিয়মের তথ্য গোপনে বা প্রকাশ্যে নজরে আনতে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার মহোদয় এর নেতৃত্বে, ইতোমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চাহিদা অনুযায়ী দৃশ্যমান অভিযোগ ও তথ্য বক্স স্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।

যে কোন অভিযোগ -অনুযোগ নজরে এনে সঠিক সেবা পেতে এই অভিযোগ ও তথ্যবক্সে এর ব্যবহার করতে
সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক