Bangla Online News Banglarmukh24.com
করোনা বরিশাল

বরিশাল বিভাগের ৬ জেলার জন্য ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা

বরিশাল বিভাগের ৬ জেলার জন্য চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে।

একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে।

 

টিকাগুলো বরিশাল জেলার ইপিআই সংরক্ষণাগারে রাখা হয়েছে।

বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে বিকেল ৩টার দিকে চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ ডোজ টিকা বরিশালে এসে পৌঁছে। ফ্রিজার ভ্যানে বরিশাল বিভাগের ৬ জেলার টিকা ছিল।

এর মধ্যে বরিশালের জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা।

একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি বরিশালে করোনার প্রথম ডোজ টিকা পৌঁছেছিলো।

বরিশালের সিভিল সার্জন টিকাগুলো গ্রহন করেন। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিকা সংরক্ষণের জন্য খোলা রাখা হয়েছে ওয়াকিং কুলার ও আইস লাইন রেফ্রিজারেটর। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর।

এজন্য বিভাগীয় শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official