রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। তবে, কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে শনিবার (৩১ জুলাই) রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয় সরকার।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকার দেশের লঞ্চ চলাচল চালু করেছিল সেই উদ্দেশ্য রোববার দুপুর ১২টা পর্যন্ত পূরণ হয়নি। সেজন্য লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কতদিন পর্যন্ত লঞ্চ চলাচল করবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ২টি লঞ্চ ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ্যাডভাঞ্জার-৯ ও কুয়াকাটা-২ লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। কুয়াকাটা-২ লঞ্চের বরিশাল ম্যানেজার মোঃ নাসির হাওলাদার জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমাদের লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাবে।

















