শনিবার , ২১ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বিসিসি মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উপজেলা পরিষদ এসোসিয়েশনের

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২১, ২০২১ ১১:২২ অপরাহ্ণ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরিনয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের বরিশালের নেতারা।

আজ ২১ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩ টায় বরিশাল ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গত ১৮ ই আগস্ট বরিশাল উপজেলা পরিষদের ভিতরে ব্যানার নামানোকে কেন্দ্র করে উপজেলা পরিষদের ভিতরে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন, আনসার ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর গুলি বর্ষন করে।তৎক্ষনাৎ খবর শুনে মেয়র ঘটনা স্থলে গেলে, মেয়রের উপর ও চড়াও হয় উপজেলা প্রশাসন।

এমনকি এক পর্যায়ে মেয়রকেও গুলি করে।এতে মেয়র ঘটনা স্থল থেকে চলে আসে। এরপর ছাত্রলীগ ও যুবলীগের সাথে স্থানীয় প্রশাসনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে প্রশাসনের লাঠি চার্জে আওয়ামীলীগের অনেক কর্মী আহত হয়।

পরে ঘটনার পরের দিন ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে মেয়র ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে মেয়র সহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে।

দুটি মামলায়ই প্রধান আসামি করা হয় মেয়রকে।উক্ত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গৌরনদী উপজেলার চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, এ সময় অন্যান্য বক্তারা অনতিবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।উক্ত সংবাদ সন্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ৬৩ জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক