বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

আইভি রহমানের জন্য বরিশালে মহিলা আওয়ামী লীগের দোয়া-আলোচনা

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৫, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ

প্রয়াত রাষ্টপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী বেগম আইভি রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর কালীবাড়ি রোড সেরনিয়াবাত ভবনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা হক।

এসময় আরও বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক গায়েত্রী সরকার পাখি, নিগার সুলতানা হনুফা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামলি সাহা,

সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ মিতা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদা আক্তার মিতু, বিসিসি’র কাউন্সিলর রেশমি বেগম, মিনু রহমান, সালমা আক্তার শিলা, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী রেবা বেগম, সায়মা আক্তার প্রমুখ।

এসময় বক্তারা- গ্রেনেড হামলায় আইভি রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে আমরা বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বরিশাল