শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

দরিদ্র রিকশাওয়ালার সারা‌দি‌নের উপার্জন কেড়ে নিল বখাটেরা; সন্তানের বার্তায় অ‌ভিযু‌ক্ত গ্রেফতার

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী থানা এলাকা থেকে একজন বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার বাবা একজন দরিদ্র রিকশাচালক। রিকশা চালিয়ে তিনি সংসার চালান। সারাদিন রিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে তাকে আটকে রেখে তার সারাদিনের উপার্জন ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এলাকার কিছু বখা‌টে। এ করেই তারা ক্ষান্ত হয়নি। ছেড়ে দেয়ার আগে তাকে বেদম মারধরও করে। তার ভাষায়, বিষয়টি জানাজানি হলে, এলাকার পাতি নেতারা দেখবো দেখছি বলে থামিয়ে রাখে। ঘটনাটি ঘটেছে গৌরনদী থানার উত্তর বিল্বগ্রাম এলাকায়।

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এ বিষয়টি জানার পরপরই ওসি গৌরনদী মো: আফজাল হো‌সেনকে বার্তাটি পাঠিয়ে তাকে নির্দেশনা দেয় অভিযোগ সত্য হলে দ্রততম সময়ের মধ্যে অভিযুক্তদেরকে খুঁজে বের করে গ্রেফতার করতে এবং ভিকটিম রিকশাওয়ালাকে সুরক্ষা দিতে। বার্তা পেয়ে ওসি গৌরনদী এসআই গফফার হো‌সেন‌কে দায়িত্ব প্রদান ক‌রেন এ বিষয়ে ব্যবস্থা নি‌তে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মূল অভিযুক্ত সাইফুল ইসলাম শান্তকে ক‌য়েক‌টি স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে আটক করেন উক্ত এসআই। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্রদ্ধা‌ন্তে
মো. সো‌হেল রানা
এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স)
বাংলা‌দেশ পু‌লিশ

সর্বশেষ - জাতীয়