মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

জার্মানির পররাষ্ট্র এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জার্মানির বাণিজ্য মন্ত্রণালয়ে State Secretary of Ministry of Commerce and Energy Dr. Nussbaum এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে মাননীয় মন্ত্রী বাংলাদেশ এবং জার্মানির মধ‍্যে গত দশ বছরে দ্বি- পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টি আলোচনা করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মেগা প্রকল্প এবং গার্মেন্টস সেক্টরে জার্মানির বিনিয়োগ আহবান করেন। জার্মান মন্ত্রী বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

পরবর্তীতে পৃথক আরেকটি সৌজন্য সাক্ষাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে তাদের নিজ দেশে প্রত‍্যাবর্তনের বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন। জার্মান প্রতিমন্ত্রী এ ব‍্যাপারে জার্মান সরকারের সহযোগিতা থাকবে বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান। বাংলাদেশে অত‍্যাধুনিক ই-পাসপোর্ট প্রবর্তনে সহযোগিতা করায় জার্মান প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জার্মানির দ্বি- পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় মাননীয় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, বাংলাদেশ দূতাবাস জার্মানির মান‍্যবর রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূইঁয়া ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি প্রমুখ।

শ্রদ্ধান্তে
মোঃ শরীফ মাহমুদ অপু
সিনিয়র তথ‍্য অফিসার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০১৭১০৬৩৫৩৪৮
smapu1@yahoo.com

সর্বশেষ - আন্তর্জাতিক