বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে গত মে মাসের পর তৃতীয় দিনের মতো মৃত্যুশূন্য করোনা ওয়ার্ড।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন রোগী।
বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৫ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৭ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৮ জন রোগী।
এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের সব শেষ রিপোর্টে ১৬১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৯৬ ভাগ।
এর আগে গত সোমবারের রিপোর্টে ৭.২৯ ভাগ, রবিবার ৫.৩৯ ভাগ, শনিবার বরিশালে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর সর্বনিম্ন ১.১১ ভাগ, শুক্রবার ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ এবং গত বুধবার ৭.৬৯ ভাগ করোনা শনাক্ত হয়।
গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে।