বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো যোগ্য হতে হবে

প্রতিবেদক
banglarmukh official
অক্টোবর ২৭, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার ডেল্টাপ্ল্যান-২১০০’। জাতির পিতা বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধার উন্নয়নে স্বাধীনতাপূর্ব থেকেই ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ।
বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের পানি ব্যবস্থাপনায় রাখছেন অনন্যসাধারণ অবদান। ডেল্টাপ্ল্যান বাস্তবায়নেই হবে জাতির সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ।’
আজ বুধবার (২৭অক্টোবর) সকালে রাজধানীর গ্রীণরোডস্থ পানিভবনের হলরুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা -২১০০ বাস্তবায়নে বাপাউবো’র চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা উল্লেখ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরো বলেন,’ দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখা গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো যোগ্য হতে হবে। ডেল্টাপ্ল্যানের নির্দিষ্ট ৬টি অভীষ্ট সবগুলো পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট। ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ডে ডেল্টা ইউনিট প্রতিষ্ঠা হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ নুরুজ্জামান।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ ডেল্টাপ্ল্যানকে মাননীয় প্রধানমন্ত্রীর ‘সোনার বাংলা’ বিনির্মানে দূরদর্শী চিন্তার ফসল বলে অভিহিত করেন এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ মেধা ও শ্রম প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকৌশলী কোহিনূর আলমের ও নিশাত কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন সংশ্লিষ্ট নানাদিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পাউবো’র অতিঃ মহাপরিচালক ড. মিজানুর রহমান এবং ‘সাপোর্ট টু ইমপ্লিমেন্ট অব বাংলাদেশ ডেল্টাপ্ল্যান-২১০০’ এর ডেপুটি টিম লিডার প্রকৌঃ গিয়াস উদ্দীন আহম্মদ চৌধুরী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত