নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিনবঙ্গের মানুষের একমাত্র ভরসাস্থল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফুটপাত দখল করে চলছে অবৈধ ব্যাবসা। এতে বিপাকে পরেছে দূর থেকে আগত রুগী ও তাদের স্বজনরা।
দক্ষিণবঙ্গের সর্ববৃহত সরকারী চিকিৎসাকেন্দ্র শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। এতে রুগী নিয়ে গেট থেকে ঢোকার সময় পরতে হচ্ছে বিপাকে।
সুত্র জানায়,এই অস্থায়ী দোকান গুলো বার বার উঠিয়ে দেওয়া হলেও সবাই আবার দোকানগুলা নিয়ে বসে। প্রত্যেকে কোন এক ক্ষমতাধর ব্যাক্তির ছত্রছায়ায় দোকান গুলো গড়ে তোলে। তবে ঐ ক্ষমতাধর ব্যাক্তিদের নাম জানতে চাইলে সুত্র বলার জন্য রাজি হয় নি।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক রুগী বলে, এত দোকান এর জন্য আমাদের রুগীর গাড়ি নিয়ে ঢুকতে পারছিলাম না। পরে এমারজেন্সি গেট থেকে রুগী আনতে হয়েছে।
এ ব্যাপারে শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে সে ফোন রিসিভ করেন নি।


















