পটুয়াখালীর বাউফলে মৃত ব্যক্তিকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ ও ১১ মার্চ নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা দারুল আফরাদ মডেল মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে আমির হোসেন ব্যাপারীকে।
আমির হোসেন ব্যাপারী গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার ১২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত ব্যক্তিকে প্রধান অতিথি করার বিষয়টি নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
আবুল কালাম নামের এক ব্যক্তি বলেন, মৃত ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি করায় আমরা অবাক হয়েছি। এখানে তো আরও অনেকে সম্মানিত লোকজন রয়েছেন। তাদেরকে প্রধান অতিথি রাখা যেত।
নাসির উদ্দিন নামের অপর এক ব্যক্তি বলেন, বিষয়টি হাস্যকর।
মাদ্রাসার পরিচালক ওমর ফারুক বলেন, চেয়ারম্যান মারা যাওয়ার আগেই আমরা পোস্টার ছেপেছি। এরপর আবার কিছু পোস্টার নতুন করেছি। সেগুলোতে তার নাম নেই।

















