বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে দোল উৎসবে মাতল তরুণ-তরুণীরা

প্রতিবেদক
banglarmukh official
মার্চ ১৭, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

বরিশাল নগরীর শীতলাখোলায় দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাঞ্চন উদ্যানের সামনে সকাল ১০টা থেকে এ উৎসব শুরু হয়। বিভিন্ন এলাকার শত শত তরুণ-তরুণী এতে অংশ নিয়ে হোলি খেলায় মেতে উঠেন।

ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব হয়ে থাকে। পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হোলি খেলায় মেতেছেন।

অংশ নেয়া ব্যক্তিরা বলেন- করোনায় টানা দুই বছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেননি। এবার তাই উৎসবে অংশ নিতে পেয়ে বেশ উপভোগ করছেন।

এ উৎসবের অন্যতম উদ্যোক্তা স্বাগতা দাস বলেন, প্রায় দুই মাস আগে থেকেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করি। টি-শার্ট বিতরণের কাজ বুধবার শেষ করি। দোল উৎসবে বাড়তি আনন্দ দিতে চারজন ডিজেও ছিল এখানে। রঙের খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক