32 C
Dhaka
মে ২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা

বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়েছে বাজারের ২১ ব্যবসা প্রতিষ্ঠান।

রোববার (২৭মার্চ) রাত ১১টার দিকে বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিক বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টির একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাকি দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এরমধ্যে পুড়ে যায় ২১টি দোকান।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অংকের আর্থিক ক্ষতির ক্ষতির কথা জানিয়েছে দোকান মালিকরা।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ উদ্দিন কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

সম্পর্কিত পোস্ট

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

banglarmukh official

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

banglarmukh official

কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

banglarmukh official

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

banglarmukh official

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত

banglarmukh official