বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

দিল্লিতে বাড়ির সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
banglarmukh official
এপ্রিল ২১, ২০২২ ১২:১১ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতাকে। তার নাম জিতু চৌধুরী। বুধবার রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর এনটিভির।

দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে ভিড় দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। এসময় দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছন একজন। তাকে ঘিরেই স্থানীয় লোকজনের ভিড়।

পরে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত শত্রুতা। কেন জিতুকে এ ভাবে খুন হতে হলো তা তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - প্রচ্ছদ