বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরগুনায় পারিবারিক কলহে বৃদ্ধার আত্মহত্যা

প্রতিবেদক
banglarmukh official
এপ্রিল ২১, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে চালের পোকা দমনের ওষুধ খেয়ে অনিল চন্দ্র রায় (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিল চন্দ্র রায় কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরোদ চন্দ্র রায়ের ছেলে।

পাথরঘাটা থানার পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চালের পোকা দমনের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় অনিল চন্দ্র রায় মারা যান।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, সুরতহাল শেষে রাতেই মরদেহ থানায় নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বরিশাল