ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শহিদুল শেখ নামে আরেক আরোহী।
রোববার (১০ জুলাই) সকালে উপজেলার মাঝখান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ উপজেলার সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। আর শহিদুল একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন সকাল ১০টার দিকে দু’তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে।
এতে মোটর সাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর আহত শহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। শহিদুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।