ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে ডুবে হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা ওই গ্রামের মো. মিরাজের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় হাবিবা ঘর থেকে বের হয়ে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কবর দিতে বলা হয়েছে।


















