বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ঢাকা-কুয়াকাটা রুটের ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় পতিত বাসযাত্রীদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত অন্তত ৪০জনকে উদ্ধার করে বিভিন্ন বাহনে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়িটি হেফাজতে নেয়। তবে গাড়ির চালক হেলপার পালাতক রয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।