শনিবার , ২৩ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

ইলিশ ধরতে সাগরে নামছেন জেলেরা

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২৩, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ সামুদ্রিক ৪৬০ প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধারার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।

শনিবার (২৩ জুলাই) মধ্য রাতে শেষ হচ্ছে সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। তাই জেলেপাড়ায় এখন সাজসাজ রব। জাল ও ট্রলার মেরামত শেষে এখন চলছে আলকাতরা ও রঙের কাজ। এ যেন স্বপ্নের ইলিশ ধরতে নামার সাজোয়া প্রস্তুতি।

তবে অবরোধকালীন সময়ে সরকারি সহযোগিতা অপ্রতুল হওয়ায়, অনেকেই দীর্ঘদিন মানবেতর জীবন-যাপন করছেন, হয়েছেন দেনাও। এ অবস্থায় সহযোগিতা বাড়ানো, নিত্য প্রয়োজনীয় খাদ্যদব্যসহ নগদ টাকা অনুদানের দাবি করেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে ও জলের জালে কাঙ্ক্ষিত মাছের দেখা মিললে সব ধকল কাটিয়ে ওঠার প্রত্যাশা করেন জেলেরা।

প্রায় দুই মাস জাল নাও ছেড়ে তরে পরিবার পরিজনের সঙ্গে বেকার সময় কাটিয়েছেন অকূলও দরিয়ার স্বপ্ন বুনতে যাওয়া দুঃসাহসিক জেলেরা। সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জাল ও ট্রলার মেরামত শেষে এখন চলছে শেষ দফার প্রস্তুতি। আলকাতরা ও রঙের কাজ করে রোদে ট্রলার শুকিয়ে সাগরে রওনা হবে ২৩ জুলাই (আজ) রাতে। সব মিলিয়ে পটুয়াখালীর জেলেপাড়ায় এখন মেলা ব্যস্ততা।

জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময় জেলা নিবন্ধিত ৭৮ হাজার ৯২৮ জন জেলের মধ্যে শুধুমাত্র ৪৮ হাজার ৩৯৮ জনকে মাসে ৪০ কেজি হারে ২ হাজার ৭১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২০০ অভিযানের মাধ্যমে প্রায় ৬ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। আজহারুল ইসলাম বলেন, টানা দুই মাসের নিষেধাজ্ঞার কারণে ইলিশসহ সামুদ্রিক সব ধরনের মাছের উৎপাদন বেড়ে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।

সর্বশেষ - প্রচ্ছদ