বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

রাঙ্গাবালীতে পাবলিক টয়লেটের সামনে প্রসূতির সন্তান প্রসব

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ২৮, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন কমিউনিটি মেডিকেল কর্মকর্তার স্ত্রী ও পল্লী চিকিৎসকের অবহেলায় পাবলিক টয়লেটের সামনে মৃত সন্তান প্রসব করেছে এক প্রসূতি মা। বর্তমানে ওই প্রসূতি রিমা আক্তার (২২) সুস্থ আছেন এবং তিনি বাড়িতে রয়েছেন।

গতকাল বিকালে গলাচিপা উপজেলার হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন পাবিলক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে।

রিমার শ্বাশুরী পারভিন বেগম জানান, গতকাল সকালে রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বউ বাজার এলাকার বিপ্লবের স্ত্রী রিমা আক্তারের প্রসব যন্ত্রনা শুরু হয়। প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজ চিকিৎসা প্রদান করেন। পরে কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমীর ভূইয়ার স্ত্রী লাবনী রানী নরমাল ডেলিভারীর হাতুড়ে চেষ্টা করেন এবং ৪ থেকে ৫ ঘন্টা সময় ক্ষেপন করেন।

এসময় রিমার অবস্থার অবনিত দেখে স্বজনরা জোর পূর্বক তাকে স্পিডবোড যোগে গলাচিপা নিয়ে আসেন। সেখান থেকে পটুয়াখালী নেয়ার পথে হরিদেবপুরের পাবলিক টয়লেটের সামনে রিমা মৃত সন্তান প্রসব করেন। প্রসূতি রিমা আক্তার বলেন, আমার স্বজনরা বার বার লাবনী রানিকে চিকিৎসা বন্ধ করতে বলেছে। তারপরও তিনি জোর পূর্বক চিকিৎসা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত লাবনী রানী ও পল্লী চিকিৎসক সবুজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ - জাতীয়