ক্ষিণ কোরিয়ায় কিমের সফরের সময় আবার নতুন করে তার উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। কিন্তু উভয়ের সাক্ষাতের সময় কিমকে এক ইঞ্চি খাটো দেখা যায়। তবে বাস্তবে তিনি আরো খাটো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র ‘দ্য চৌসান ইলবো’ বিষয়টি নিয়ে অনুসন্ধানে ৭ জন বিশেষজ্ঞ নিয়োগ করে। তারা কিমের জুতা পর্যবেক্ষণ করে জানিয়েছেন, তার জুতা ভেতরে ‘ইন সোল’ ব্যবহার করা হয়েছে। এতে প্রায় এক ইঞ্চি উচ্চতা বাড়ানো হয়েছে। ফলে বাস্তবে কিমের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বলেই অভিমত সেই বিশেষজ্ঞদের।