পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কালাম সরদার (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মুছা (২০) গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস.আই সরোয়ার হোসেন সোমবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
মুছা উপজেলার পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। গুরুতর জখম কৃষক কালাম সরদার চিত্রা গামের মৃত. আতাহার আলী সরদারের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে প্রতিপক্ষ রাকিব মুরগী চুরি করতে এসে কৃষক কালাম সরদারের হাতে ধরা পরে এতে রাকিবকে বেঁধে রাখা হয়। এ ঘটনার পর থেকে কৃষক কালামকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ওই কৃষক কালাম সরদারের হারিয়ে যাওয়া দুটি গরু রাকিবদের বাড়ির সামনের রাস্তা থেকে আনতে গেলে পূর্ব পরিকল্পণা অনুযায়ী কৃষক কালাম সরদারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় আহতের স্ত্রী জেসমিন বেগম গত ১৯ ফেব্রুয়ারী সোমবার মঠবাড়িয়া থানায় ৪ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো- উপজেলার চিত্রা গ্রামের মোস্তফা সরদারের ছেলে রাকিব (২২), মৃত. বারেক সরদারের ছেলে মোস্তফা সরদার (৪৫), পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে মুছা (২০), হারুন হাওলাদারের ছেলে হাসিব (২১)।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত মুছাকে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।