ঝালকাঠি সদর উপজেলার কাঁচাবালিয়া গ্রামের খাল থেকে মঙ্গলবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া নবজাতকটি কন্যা শিশু, তাঁর বয়স দুই থেকে তিন দিন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁচাবালিয়া গ্রামের খালের একটি বাঁশের সাঁকোতে নবজাতকের লাশ আটকে থাকে। স্থানীয়রা সকাল ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ঝালকাঠি থানার পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই গ্রামে অনুসন্ধান চালাচ্ছে।
কাঁচাবালিয়া গ্রামের ছালেহা বেগম বলেন, সকালে খালের মধ্যে বাঁশের সাঁকের সঙ্গে আটকে পড়া নবজাকত দেখে আমি গ্রামের মানুষদের জানাই। পরে পুলিশ আসলে আমি লাশ খাল থেকে তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।
ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করার পরে অনুসন্ধান চালাচ্ছে। লাশের পরিচয় পাওয়া না গেলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।