27 C
Dhaka
মে ১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
পটুয়াখালী বরিশাল

বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১, আহত ৪

পটুয়াখালীর বাউফলে বরফকলে বিস্ফোরণে মো. রাসেল খান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে।

এ সময় গ্যাসের প্রচণ্ড তাপে বরফকলের চার শ্রমিক আহত হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান।

নিহত রাসেল খান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই। আহতরা হলেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)। তাঁরা সবাই বাউফল উপজেলার বাসিন্দা।

আহত শ্রমিকেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার কিছুটা আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। এটা সমাধান করে আইস তৈরির মেশিন চালু করলেই বিকট শব্দ হয়।

এরপরই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে বাইরে চলে এলেও বরফকলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে তাঁদের উদ্ধারকাজ কিছুটা বিলম্ব হয়।

প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে রাসেল খানকে উদ্ধার করে। অপর চার শ্রমিক আগেই বের হয়ে আসতে পারলেও আহত হন।

রাসেল খানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, ‘এটা এমন একধরনের গ্যাস, যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরে একদম শীতল হয়ে যায় পুরো স্থান।

বরফ উৎপাদন যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বরফকলের সঙ্গে সংযুক্ত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।

সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলেন, তাই গ্যাসের প্রচণ্ড তাপে তিনি দগ্ধ হন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official