25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
পটুয়াখালী বরিশাল

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। নিহতরা হলেন বাবুল মৃধা (২৬) ও সাইদুল মল্লিক (২৫)।

কলাপাড়া থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে কলাপাড়া থেকে নীলগঞ্জ ইউনিয়নে ব্যাটারী চালিত অটোরিক্সায় করে শ্বশুড় বাড়ি যাচ্ছিলেন বাবুল মৃধা।

এসময় তারা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইসলামপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটি একটি গাছ বোঝাই হামজাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোতে থাকা তিনজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা বাবুল মৃধাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কলাপাড়া থানা পুলিশ এ ঘটনায় গাছবাহী হামজা জব্দ ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। নিহত বাবুল মৃধ্ ারাজাপুরে ঝাড়াখালী গ্রামের আসমত মৃধার ছেলে।

এছাড়া মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত সাইদুল মল্লিক। একইদিন সন্ধায় রাঙ্গাবালীর বড়বাইশদিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের চাকার মাছ ধরার জাল আটকে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে চালক সাইদুল মল্লিক ও মোটরসাইকেল যাত্রী সাইদুল হাওলাদার আহত হয়।

রাত সাড়ে ১০টার দিকে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় সাইদুল মল্লিক মারা যায়। অপর আহত সাইদুল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official