25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ বরিশাল

গাজীপুরে ব্যবহৃত ইভিএমে ভোট হবে বরিশালে নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত এক হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বরিশাল এসে পৌঁছেছে। সোমবার (২৯ মে) বিকেলে ইভিএম মেশিনগুলো বরিশালে শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার মনিরুল ইসলাম জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে, বরিশালেও একই মেশিনে ভোট নেয়া হবে।

এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে প্রায় দেড়শতাধিক ব্যক্তিকে ইভিএমের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন শতভাগ সুষ্ঠু বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোটের দাবি জানিয়েছিলেন।

তবে সম্প্রতি বরিশালে প্রার্থী নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ইভিএম বাতিল করা সম্ভব নয়। কারণ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সন্নিকটে।

প্রসঙ্গত, আগামী ১২ই জুন বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official