সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন

প্রতিবেদক
banglarmukh official
জুলাই ১৭, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫০ কোটি ৫৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।

বাজেট উত্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বাজেট পরিচালন ও আর্থিক নিয়ম-আচার পরিপালন ২০২৩-২৪ বিষয়ের ওপর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

তিনি বাজেট বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়া ও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কৃচ্ছ্রসাধনসহ অপ্রয়োজনীয় ব্যয় রোধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশাবলী মেনে চলতে বিশ্ববিদ্যালয়ের সকলের আহ্বান জানান।

আলোচনায় ববি ট্রেজারার বাজেটের নানা দিক তুলে ধরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট উপস্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাসহ অর্থ ও হিসাব শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়