Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

উত্তর কোরিয়া পরমাণু প্রকল্প ত্যাগ করবে না

পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণায় বহুদূর এগিয়ে গেছে উত্তর কোরিয়া। তাই মুখে বললেও, তারা গোপনে পরমাণু পরীক্ষা চালিয়ে যাবে৷ বিশ্বের বেশ কয়েকজন গবেষক এমনই মনে করেন৷

পরমাণু পরীক্ষা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখেও পড়ে পিয়ংইয়ং৷ এরপর বিরোধ মেটাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আলোচনার উদ্যোগ নিয়েছেন। তবে অনেক বিশ্লেষকই বলছেন আলোচনা যাই হোক না কেন, উত্তর কোরিয়া পরমাণু প্রকল্প ত্যাগ করবে না।

সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিং গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করেছেন। সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, কিম-জিনপিং’র  সেই বৈঠক সফল হয়েছে৷ সামনেই মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া বৈঠক৷ এই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে৷ গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্তের কথা জানান৷

উত্তর কোরিয়া বিরোধী বিশ্লেষকরা বলছেন, ঘটনা যাই হোক না কেন, উত্তর কোরিয়া কোনোমতেই পরমাণু বোমার প্রযুক্তি উন্নয়ন থামাবে না। এর কারণ হিসেবে কয়েকটি বিষয়কে সামনে এনেছেন তারা।

প্রথমত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় কোনো আগ্রহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছে। তা সত্ত্বেও, উত্তর কোরিয়া ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের পেছনে বিপুল পরিমাণ অর্থ ও সময় ব্যয় করেছে। ফলে তারা এ থেকে পেছনে সরে আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official