শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

বরিশালে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

প্রতিবেদক
banglarmukh official
আগস্ট ২৫, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্য রাত সাড়ে ১২টার দিকে বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইন বিজনেস ক্লাসের বাসটি গৌরনদীর এলাহি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিকট শব্দে পেছনে আগুন লেগে যায়। গাড়ির স্টাফরা দ্রুত দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেন। প্রথমে আশপাশের লোকজন নিজেরা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আফজাল হোসেন জানান, ঢাকা থেকে রাতে যাত্রী নিয়ে বরিশালে আসছিলো। পথিমধ্যে বাসের ইঞ্জিন নষ্ট হয়ে আাগুন ধরে যায়। বাসটি কটকস্থল আসলে বাসের সকল যাত্রী নামিয়ে দেয়া হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার আকতার উদ্দিন জানান, গাড়িটি আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীদের হতাহত ছাড়াই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক