Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

হ্যারি-মেগানের বিয়েতে ‌’পেটা ইন্ডিয়া’র বলদ উপহার

ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় সম্পন্ন হল ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে। আর ব্রিটিশ রাজপরিবারের সদস্যের এই বিয়েতে একটি বলদ উপহার দিতে চলেছে পেটা ইন্ডিয়া। সেই বলদটির নামও রাখা হয়েছে হ্যারি এবং মেগানের নাম জুড়ে, ‘‌মেরি’।

পেটা ইন্ডিয়ার পক্ষ থেকে শচীন বাঙ্গরা জানিয়েছেন, নিরীহ প্রাণীদের উপর প্রচুর অত্যাচার হয়, সেই বিষয়ে সচেতনতা তৈরি করতেই এই উপহার দেওয়া হচ্ছে। মেরি বর্তমানে মহারাষ্ট্রের একটি সংরক্ষণাগারে রয়েছে। উদ্ধার করার সময় খুবই খারাপ অবস্থায় ছিল সে। টানা গাড়ি টানায় গলায় তৈরি হয়েছিল ক্ষত। সেখান থেকেই সেবা-শুশ্রুষার পর আপাতত সুস্থ হয়ে উঠেছে বলদটি।

তিনি আরও বলেন, ‘‌আমরা বলদটির নাম হ্যারি এবং মেগানের নামে রেখেছি। বলদটিকে উপহার হিসেবে দু’‌জনকে দেওয়াটা হয়ত সম্ভব নয়। কিন্তু আমরা মেরির একটি ছবি আঁকিয়েছি, তাতে তার গল্পও লেখা আছে। সেই ছবিটিই আমরা হ্যারি এবং মেঘানকে উপহার হিসেবে দেব। ’‌

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official