33 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

কলাপাড়ায় ইটভাটায় হামলা : আহত-৪

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাতের আধারে ইটভাটায় হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা, তার ভা্ই ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভাটার মালিকসহ ৪ জন আহত হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট ও ভাটার অফিস কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে।

আহতরা হলো উপজেলার নীলগঞ্জের নবিপুর এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে ও ভাটা মালিক শফিকুর রহমান সুমন (৩০), একই এলাকার বাসিন্দা কাঞ্জন মাঝির ছেলে আলাউদ্দিন নাজির (৪০), সমীর (৩৫), ও উপজেলার লালুয়ার গোলবুনিয়া এলাকার মৃত রফেজ সর্দারের ছেলে মোঃ আনোয়ার সর্দার (৪০)। যাদের মধ্যে রাতেই শফিকুর রহমান সুমন (৩০) ও মোঃ আনোয়ার সর্দার (৪০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শফিকুর রহমান সুমন জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের নীচকাটা এলাকায় বন্ধন ব্রিকস নামে একটি ইটভাটা রয়েছে। যা তারা ৪ জন ব্যবসায়ীক পার্টনার মিলে পরিচালনা করেন। তিনি বলেন, পৌর যুবলীগ নেতা জাকির হোসেন, তার ছোট ভাই খালিদ, চাচাতো ভাই মোশারেফ তাদের সহযোগী ফয়সাল, নাহিদ, মোজাম্মেল, নজরুল, সোহেলসহ ৩০/৪০ জন বুধবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে ইটভাটায় আকস্মিক হামলা চালায়। এসময় তারা আমাদের পিটিয়ে আহত করার পাশাপাশি ইটভাটার অফিসের ক্যাশে থাকা ৩ লাখ ২০ হাজার টাকা লুটে নেয় এবং অফিসকক্ষ ভাংচুর করে আরো লাখ টাকার ক্ষতি সাধন করে।

রাতেই স্খানীয়রা আমিসহ ৪ জন আহতকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হই ২ জন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল ইতিমধ্যে কলাপাড়া থানার এসআই আলমগীর পরিদর্শন করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official