বরিশাল জেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ২ দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টায় বরিশাল নগরীর বেলসপার্কে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা ও স্বাধীনতা ফোরাম-বরিশাল এর উদ্যোগে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এসময় তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপোস করেননি। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে যাননি। এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস। তার প্রতি সম্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন । নতুন প্রজন্মের কাছে বেগম জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ তুলে ধরতে এই প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
স্বাধীনতা ফোরাম-বরিশাল এর আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এস এম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্বা ও বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুর রহমান লিংকন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডা. আমিনুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।














