হুজাইফা রহমান:
অসাধারণ বাংলার কান্ডারী ” অবাক ” সংগঠনের পক্ষ থেকে বরিশাল সিটিকর্পোরেশনের পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কিছু বঞ্চিত এবং অসহায় শিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়।
হযরত আমানতশাহ (র:) জামে মসজিদে সকাল দশটার সময় উপহার সামগ্রি বিতরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হযরত আমানতশাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ আ: মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবাক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আবু সুফিয়ান শেখ, সংগঠনটির পরিচালনা কমিটির সদস্য মো: নকিব,প্রিন্স মুন্সি, সুমন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সুমন।
