বরিশাল সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচন পরিচলানা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হয়েছেন মজিবর রহমান সরোয়ার এবং সদস্য সচিব করা হয়েছে দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। মঙ্গলবার রাতে নগরীর পশ্চিম কাউনিয়ায় মজিবর রহমান সরোয়ারের বাসভবনে নগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ৩০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকদের সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, উত্তর জেলার সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিজরুজ্জামান ফারুক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার। নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, সভায় সিদ্ধান্ত হয় যে সদর রোড অশিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়কে প্রধান নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহত হবে। এছাড়া নির্বাচনী আচরন বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশের ৩ থানার অধীনে ৩টি নির্বাচনী কার্যালয় থাকবে।
