Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে জাতীয় পার্টির সমর্থন

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এই সিদ্ধান্তের কথা  নিশ্চিত করেছেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মানতে নারাজ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

কেন্দ্রীয় জাতীয় পার্টি বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন বলে বুধবার দিনভর নগরীর বাতাসে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরও আজ দিনভর বৃষ্টি উপক্ষো করে নগরীতে ব্যাপক গণসংযোগ করেন ইকবাল হোসেন তাপস এবং মিসেস তাপস।

যদিও আজ বিকেলে গণসংযোগ কালে বিভিন্ন গণমাধ্যমকে তাপস বলেন, জাতীয় পার্টি বরিশালে অন্য কোন দলের প্রার্থীকে সমর্থন দেয়নি। জাতীয় পার্টির জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে একটি মানুষ, একটি মহল মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা চক্রান্ত করছে। বরিশালের মানুষ এই চক্রান্ত প্রতিহত করবে। তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন।

এ বিষয়ে দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার  বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহুম্মদ এরশাদ বরিশালের উন্নয়ন এবং আধুনিক বরিশাল নগরী গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের মেয়র প্রাথী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন। এর কারণ হিসেবে রুহুল আমীন হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই উন্নয়নের অন্যতম কারিগর জেলা আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী মর্যদার আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। তারা (হাসানাত) এই অঞ্চলের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তাদের পরিবারের অতীত এবং বর্তমান রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। তার বাবাও মন্ত্রী ছিলেন। তিনিও মন্ত্রী মর্যদার। তার ছেলেও (সাদিক) পরিবারের ধারা পেয়েছে। বরিশালের উন্নয়নে বর্তমান সরকার এবং এই (হাসানাত) পরিবারের বিকল্প নেই। তাই বরিশালের উন্নয়নের জন্যই জাতীয় পার্টির চেয়ারম্যান বরিশাল সিটিতে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হলে জাতীয় পার্টির এই অবদানও মনে রাখতে বলে প্রত্যাশা করেন জাপা মহাসচিব।

পার্টির চেয়ারম্যানের নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মরতুজা আবেদীন সহ নেতাকর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে শুরু করেছেন বলেও জানান এবিএম রুহুল আমীন হাওলাদার।

বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মরতুজা আবেদীন পার্টির মহাসচিবের এই নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ’র পক্ষে কাজ শুরু করার কথা নিশ্চিত করেছেন।

এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস আজ রাতে  বলেন, কেন্দ্রীয় কমিটি সমর্থনের সিদ্ধান্ত দিলেই হবে না। সমর্থন দিতে হবে বরিশালের নেতাকর্মীদের। বরিশালে জাতীয় পার্টি বলতে তাদের (তাপস) বোঝায়। তারা এখনও নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বলে জানান।

ইকবাল হোসেন তাপসের নির্বাচনী মাঠে থাকার ঘোষণার প্রেক্ষিতে জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, তাকে (তাপস) ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে প্রত্যাশা তার। তারপরও যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে তাহলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন জাপা মহাসচিব।

পার্টির মহাসচিবের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারীর প্রেক্ষিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, তিনি নির্বাচনের মাঠে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তারা যে ব্যবস্থা নেয়ার, সেটা নিতে পারেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official