বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু। আজ বুধবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ আলেকান্দার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
বশির আহম্মেদ ঝুনু বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি নিজেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির লাঙল প্রতীক প্রত্যাশী ছিলেন জাপা নেতা বশির আহম্মেদ ঝুনু। কিন্তু ইকবাল হোসেন তাপসকে লাঙল প্রতীকের প্রার্থী ঘোষণা করায় বশির আহম্মেদ ঝুনু বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হন। এ কারণে ঝুনুকে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা শাখার সভাপতি পদ থেকে বহিস্কার করে কেন্দ্রিয় কমিটি।
শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী ঝুনু।
